আশুলিয়ায় যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ , মে ৪, ২০২৩

আশুলিয়ার টংগাবাড়ি বঙ্গবন্ধু রোডে অবস্থিত দেশের বৃহত্তম বৌদ্ধবিহার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।
আজ ৪ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় বোধিজ্ঞান কেন্দ্রের উপাধ্যক্ষ্য বোধি মিত্র মহাথেরের তত্ত্বাবধানে প্রার্থনার ১ম পর্ব (অষ্ট পরিষ্কার দান,সঙ্গদান) শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয় ।
পরে মধ্যাহ্নভোজের পর শুরু হয় ২য় পর্বের প্রার্থনা এবং ধর্ম কথার মধ্য বিকেল ৫টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয় শুভ বুদ্ধ পূর্ণিমার বিশেষ প্রার্থনা অনুষ্ঠান ।
বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের ভান্তে জনাব অসিন জীন রক্ষিত সহ বৌদ্ধ ধর্মাবলম্বী পূন্যার্থীরা উপস্থিত ছিলেন ।

Loading