শিক্ষক ও শিক্ষানুরাগী খগেন্দ্রনাথ তালুকদার এর মাকে নিয়ে লিখা কবিতা সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ , জুলাই ১৬, ২০২০ মা খগেন্দ্রনাথ তালুকদার ঝিনাই নদীর স্নিগ্ধ পাড়ে মেদিনীর স্বস্নেহ কোমল শয্যায় মা আমার ঘুমিয়ে আছেন শত বর্ষের অনন্ত নিদ্রায় । ধনু নদীর বাঁকে ঝিনাই নদীর পাড়ে তাই আজও আমার মাকে মনে পড়ে মা তুমি লুকান্তরিত, তবু তোমায় খুঁজে বেড়াই বিরামহীন নিয়ত। কখনো ভাবি ঐত তুমি পত্ পত্ করে উড়তে থাকা গাঢ় সবুজের গালিছায় সূর্য আঁটা পতাকায়। এখানেইতো আমাদের আদরের সোহাগিনী মা তুমি নিশ্চই আছ, লাল সবুজের ঐ পতাকায় পত পত করে ডাকছ আমায় খোকা! আয় খোকা আয়! অনন্তকাল ধরে অনন্ত মায়ায়। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: