কুমিল্লার নাঙ্গলকোটে দুই ট্রেনের সংঘর্ষ, সোনার বাংলার ৭ বগি লাইনচ্যুত

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ , এপ্রিল ১৬, ২০২৩

কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেন ও আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনার বাংলার সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে‌ এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি।

Loading