রামগড়ে ওয়াল্টন ডে পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ , মার্চ ২১, ২০২৩

রামগড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়াল্টন ডে পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানসহ বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার ওয়াল্টন পণ্য পরিবেশক সোমা ইলেকট্রনিক্স। সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় সোমা ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী তাপস বিশ্বাসের আয়োজনে ওয়াল্টন দিবস পালন উপলক্ষে চৌধুরী মার্কেটস্থ শোরুম থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালীর পূর্বে বেলুন উড়িয়ে আতসবাজি ফাটিয়ে ওয়ালটন ডে’র শুভ উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।র‌্যালীটি রামগড় বাজারের প্রধান সড়ক ঘুরে শফি কোম্পানী মার্কেটের ওয়ালটন শো-রুমে এসে শেষ হয়।পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। মোঃ শাহ আলমের সঞ্চালনায় সোমা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে ওয়াল্টন ডে উপলক্ষে সাত জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও ওয়াল্টনের পরিবেশক তাপস বিশ্বাস। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ওয়াল্টন রাঙ্গামাটি জোনের  আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হাসিবুল হাসান চৌধুরী, সিনিয়র অফিসার মোঃ জাহিদ হোসাইন,পৌর কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Loading