রামগড়ে ৪ স্বর্ণের দোকানে মোবাইল কোর্টের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , মার্চ ৯, ২০২৩

রামগড় পৌর শহরে চারটি স্বর্ণের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমনা বরেছেন। লাইসেন্সবিহীন ব্যবসা, দোকানে মূল্য তালিকা না টাঙানো ইত্যাদি কারণে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
বৃহষ্পতিবার (৯মার্চ) রামগড় উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রামগড় বাজারে সুইটি জুয়েলারীকে ২০ হাজার টাবা, পলাশ জুয়েলারীকে ১০ হাজার টাকা, ভাই ভাই জুয়েলারী ও বলরাম জুয়েলারীকে ৫ হাজার টাকা হারে জরিমানা করেন। তন্মধ্যে কোন লাইসেন্স না থাকায় সুইটি জুয়েলারীর মালিক বাসু দেব বণিককে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় আইন ভঙ্গ করার অপরাধে চার জুয়েলারী দোকানের মালিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Loading