আন্তর্জাতিক নারী দিবসে অগ্রণী ট্রেডিং কোম্পানী লিমিটেড সাভার এর বর্ণিল আয়োজন

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , মার্চ ৮, ২০২৩

মোঃ আলী হোসেন, সাভার :
১৯৭৫ সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শুরু করার পর থেকে ধীরে ধীরে বিশ্বের প্রায় সব দেশেই নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা শুরু হয়। এমব্রেসইক্যুইটি প্রতিপাদ্যে ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩। অন্যান্য বছরের ধারাবাহিকতায়, বাংলাদেশেও বিভিন্ন আয়োজন ও উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এ দিবস উদযাপন করা হচ্ছে। এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা জেলার সাভারে অবস্থিত ‘অগ্রণী ট্রেডিং কোম্পানী লিমিটেড’ মাঠ পর্যায়ে কর্মরত নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। যার মধ্যে ছিল: আলোচনা সভা, ব্যবসায় বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব দিয়ে নারীদের পথচলাকে আরও সুগম করতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়। ০৮ মার্চ, ২০২৩ অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় একটি আলোচনা সভার মধ্য দিয়ে। পেশাগত ক্ষেত্রে ‘জেন্ডার বৈষম্য নিরসন’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তব্য রাখেন বি এ টি বি এর টেরিটোরি অফিসার, সাদিয়া আফরোজ নূর কাশফী, সাভার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার, ‘অগ্রণী ট্রেডিং কোম্পানী লিমিটেড সাভার’ এর বিজনেস ম্যানেজার সৈয়দ রায়হান আহমেদ ও সাজেদুল আলম(সিকিউরিটি এন্ড পাবলিক রিলেশন হেড)।আলোচনায় নারীর উপযুক্ত অধিকার, ব্যবসায় ক্ষেত্রে নারীর জন্যে কার্যকরী পরিবেশ নিশ্চিতকরণ ও দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে নারীর অগ্রগামী ভূমিকার প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও, পেশাগত ক্ষেত্রে নারী কর্মীদের অধিকার ও তাদের আরও দক্ষ করে তুলতে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচি। স্থানীয় নারী ক্ষুদ্র উদ্যোক্তারা এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনের সবশেষে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকার জন্যে ‘অগ্রণী’ পুরস্কার প্রদান করা হয়। ‘নারী উদ্যোক্তা’ শ্রেণিতে মোসাঃ আনিসা বেগম ও মোসাঃ জোস্ন্যা বেগম; ‘নারী শিক্ষায় অবদান’ এবং ‘নারীর ক্ষমতায়নে অবদান’ শ্রেণিতে জনাবা:- ভারতী রানী দাস কে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তের হাতে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন ‘অগ্রণী ট্রেডিং কোম্পানী লিমিটেড সাভার’ এর সৈয়দ রায়হান আহমেদ(বিজনেস ম্যানেজার) ও সাজেদুল আলম(সিকিউরিটি এন্ড পাবলিক রিলেশন হেড)।

Loading