বেনাপোলের দৃষ্টি নন্দন পৌর বাস টার্মিনাল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ , মার্চ ৪, ২০২৩

বেনাপোলের দৃষ্টি নন্দন পৌর বাস টার্মিনাল নতুন ভবনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

শনিবার(৪ মার্চ)সন্ধ্যায় বেনাপোল কাগজপুকুরে অবস্থিত বেনাপোল পৌর বাস টার্মিনালের নতুন ভবন ফিতা কেটে তিনি উদ্বোধন ঘোষণা করেন৷

উদ্ভোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন এই বাস টার্মিনাল হবে দেশের অন্যান্য স্থানের চেয়েও দৃষ্টিনন্দন ও আধুনিক বাস টার্মিনাল। নানন্দিক স্থাপত্য শৈলীও সবার নজর কাড়বে। এছাড়া সুযোগ সুবিধাও থাকবে অনন্য। টার্মিনালে যাত্রীরা আধুনিক ও উন্নতমানের সব সেবা পাবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, টার্মিনালটি চালু হওয়ার পর এ এলাকার চেহারা পাল্টে যাবে। যানজটের কবল থেকে বেনাপোল বাসি মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

বেনাপোল পৌর বাস টার্মিনাল নতুন ভবন নির্মানে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। যশোর-১, শার্শা আসনের জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি শেখ আফিল উদ্দিন৷ স্বরাস্ট্র মন্ত্রনালযের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহম্মেদএমপি,সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চোধুরী,যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার,যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান,শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল,উপজেলা ভূমি সহকারী কমিশনার ফারজানা ইসলাম,উপজেলার চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামূল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন প্রমুখ।

Loading