খাগড়াছড়ির রামগড়ে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী গুরতর আহত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ , মার্চ ৩, ২০২৩

রামগড়ে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দ্রুতগামি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছে ক্রাচিং মারমা(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে । বৃহষ্পতিবার (২ মার্চ) রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় রামগড় -বারৈয়ারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ঐ অটোরিকশার চালক অর্জুন চন্দ্র নাথও আহত হয়েছে। তাকেও চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ক্রাচিং মারমা ফেনীরকুল এলাকার কেরই মারমার মেয়ে এবং রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানাযায়, বৃহষ্পতিবার বেলা আড়াইটার দিকে ফেনীরকুল এলাকায় নিউ রামগড় প্রাইমারি স্কুলের সন্মুখে টমটম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে যায় এবং পায়ের রগ ছিঁড়ে যায়। স্থানীয় লোকজন সংঘাহীন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনরা জানায়, ক্রাচিং স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। বৃহষ্পতিবার রাত পৌনে ৯ টায় চমেক হাসপাতাল থেকে মোবাইল ফোনে তার আত্মীয় বাবু মারমা জানান, ওই সময় অপারেশন থিয়েটারে ক্রাচিং মারমার অস্ত্রপচার চলছিল।

Loading