গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৬

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ , মার্চ ১, ২০২৩

গ্রিসের লরিসা শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষে ২৬ জন নিহত ও কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনা কবলিত দুটি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ট্রেন ছিল।

মঙ্গলবার গভীর রাতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে আগুন ধরে যায়। এসময় আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি গাড়ি উপস্থিত হয়।

সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুন্ডুলি বের হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে কাজ শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে ৩৫০ জনের মতো যাত্রী ছিলেন।

কী কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।

লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস স্কাই টিভিকে বলেছেন, ‘সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এরমধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।’

Loading