পটিয়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শণী সম্পন্ন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৫, ২০২৩

চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী “২০২৩”শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সম্পন্ন হয়েছে। উক্ত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে খামারিদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেশে খাদ্যের স্বাভাবিক যোগান ধরে রেখেছেন। এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট খামারী হতে হলে প্রযুক্তির ব্যবহার জানতে হবে, তাহলে উৎপাদনও বৃদ্ধি পাবে। বাংলাদেশকে স্বনির্ভর করার অগ্রযাত্রায় খামারিদের ভূমিকা রয়েছে। আমাদের মাংস জাতীয় খাদ্য উৎপাদন করে থাকে খামারিরা। সারা বিশ্বে ছাগলের মাংস উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয়। এছাড়া গরু মহিষ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ঈদ কোরবানে আমদানি পশুর উপর নির্ভর করতে হচ্ছে না। ডাক্তার সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জপু চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান সরোজ সেন, পটিয়া থানা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম মজুমদার। মোট ৬টি ক্যাটাগরীতে অংশগ্রহণকারী খামারীদের পুরষ্কার প্রদান করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সকাল থেকে খামারীরা অংশগ্রহণ করেন।

Loading