ফ্যান্টাসী কিংডমে জাপানি গার্মেন্টস এম.কে এপারেলস লিঃ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , জানুয়ারি ২৯, ২০২৩

নিউজ ৭১অনলাইন: দেশের প্রথম সারির নান্দনিক বিনোদন কেন্দ্র আশুলিয়ার ফ্যান্টাসী কিংডমে কুমকুমারীর জাপানি গার্মেন্টস ফ্যাক্টরী এম কে এপারেলস লিঃ এর উৎপাদন কর্মী সহ কারখানায় নিয়োজিতদের বাঁধভাঙা উল্লাস । ভিডিও লিংক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন সম্মিলিত উৎসব আনন্দ থেকে বঞ্চিত থাকার কষ্ট এবং কারখানায় উৎপাদন কাজে টানা পরিশ্রমের ক্লান্তি দূর করতেই যেন সকলের মধ্যে চলছে এক মহা আনন্দ যুদ্ধ। ফ্যান্টিসী কিংডমের বিভিন্ন রাইড চড়ে আর নেচে গেয়ে চিত্ত রঞ্জিত সকলের।
দর্শক গ্যালারীতে বসে শ্রমিকদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন কারখানার এমডি শিনসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ কারখানর শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যরা ।

কারখানায় নিয়োজিত শ্রমিকদের নিয়ে প্রতি বছর পিকনিক আয়োজনের ধারাবাহিকতায় করোনা ভাইরাস বিঘ্ন ঘটালেও এবছর করোনা সংক্রমণের প্রাদুর্ভাব কমে যাওয়া তিন বছরের মাথায় আবারো ব্যাপক আয়োজনে পিকনিকের আয়োজন করে এম কে এপারেলস লিঃ।

২৮ জানুয়ারী সকালে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ফ্যান্টাসী কিংডমে বার্ষিক বনভোজন ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারখানার ম্যানেজিং ডিরেক্টর শিনসান ।
এসময় কারখানার এডমিন জিএম মোঃ মানিকুর রহমান, ডিজিএম নুর ইসলাম, কম্প্লায়েন্স অফিসার এম.ডি মালেক, এডমিন ম্যানেজার আব্দুল জলিল সহ কারখানার বিভিন্ন সেকশন ও ইউনিটের চীফসার্কেল উপস্থিত ছিলেন ।

কারখানার ডিজিএম নুর ইসলাম নিউজ ৭১অনলাইনকে বলেন, আমরা শ্রমিকদের ক্লান্তি দূর করতে প্রতিবছরই দেশের নান্দনিক বিনোদন কেন্দ্রে পিকনিক বিনোদনের আয়োজন করে থাকি, করোনা ভাইরাসের কারণে দু’বছর স্থগিত থাকার পর এবছর আবারো আমরা শ্রমিকদের নিয়ে ফ্যান্টাসী কিংডমে পিকনিকে এসেছি। পিকনিকে কারখানার দুই হাজার শ্রমিক তাদের সন্তানদের সাথে নিয়ে আনন্দ উপভোগ করছে ।
তিনি আরো বলেন পোশাক শ্রমিকদের কারণে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। শ্রমিকদের শ্রমকে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড বলা যায়, তাই তাদের জীবনমানের দিকে প্রতিটি গার্মেন্টস কতৃপক্ষেরই বিশেষ নজর রাখা নৈতিক দায়িত্ব বলে মনে করি ।
কারখানা কর্তৃপক্ষকের অর্থায়নে শ্রমিকদের নিয়ে পিকনিক বিনোদনের আয়োজন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যান্টাসী কিংডমে পিকনিকের আয়োজন করায় সন্তুষ্ট প্রকাশ করেন কারখানার শ্রমিকরা।

পিকনিক উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী মহুয়া, মাইকেল গনি, হযরত আলী সহ জনপ্রিয় সংগীতশিল্পরা ।

শ্রমিকদের নিয়ে সুন্দর পিকনিক আয়োজন করায় কারখানা কর্তৃপক্ষকে সাধুবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধি, আশুলিয়া থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ হোসেন আলী মাস্টার।

Loading