সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , জানুয়ারি ২৯, ২০২৩

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৮তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে প্রধানমন্ত্রী রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ শেষে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সেখানে প্রধানমন্ত্রী রাজশাহীর ৩২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সেখান থেকে তিনি ১ হাজার ৩১৭ কোটি টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়াও ৩৭৬ কোটি টাকার আরও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সমাবেশ উপলক্ষে রাজশাহী ও তার আশপাশের জেলা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন জনসভাস্থলে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে পুরো শহর।

Loading