মুসিবতের দিনে তোমার দয়া চাই

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ , জানুয়ারি ২৪, ২০২৩

মো. আলী আশরাফ মোল্লা
যতই দেখাও দাম্ভিকতা
আর যতই করো বাহাদুরি
থাকতে পারবে না কেহ
সবাই পাড়ি দেবে ওপারে।
দুদিন আগে পরে
নির্ধারিত আয়ু শেষে
বাধ্যতামূলক ভাবেই
যেতে হবে মাটির নীচে।
জগতের সকল প্রাণীকেই
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে
বলা আছে সর্ব শ্রেষ্ঠ গ্রন্থ
মহাপবিত্র গ্রন্থ আল কোরআনে।
দেহ থেকে প্রাণ বের হওয়ার পরেই
নামের হয়ে যায় পরিবর্তন
অমুক নাম তমুক নাম থেকে
সবাই ডাকবে লাশ বলে তখন।
চিরবিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে
কেউবা কাটবে বাশঁ,কেউবা খুড়ঁবে কবর
কেউ অতি যতনে গায়ে জড়িয়ে দেবে
সাদা ধবধবে কাফনের কাপড়।
এই কাপড় পড়িয়ে কেহই আর চাইবে না
লাশ বেশিক্ষণ থাকুক মাটির উপরে
শেষ বারের মতো নামাজে জানাজা শেষে
অশ্রুসিক্ত হয়ে আপন পরশে
শুইয়ে দিবে কেবলামুখি করে
গভীর অন্ধকার মাটির নীচে।
যেখানে থাকতে হবে অনন্তকাল
কেহই সঙ্গী হবে না তোমার
সাওয়াল জওয়াব করতে হবে
মহান আল্লাহ তায়ালার দরবারে সবার।
সেই মুসীবতের দিনে আমি
কেবল তোমার দয়া চাই
রাহমানুর রাহীম নামের উছিলায়
তোমার প্রিয় বান্দাদের সাথে দিও ঠাঁই।

Loading