রামগড়ের ঐতিহ্যবাহী গণ পাঠাগার পরিদর্শন করলেন নবাগত ইউএনও মমতা আফরিন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ , জানুয়ারি ২২, ২০২৩

র্দীঘ প্রায় ৬৪ বছর আগে ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি রামগড় গণ পাঠাগার পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) মমতা আফরিন। গত শনিবার বিকালে তিনি পাঠাগার পরিদর্শন করেন। ৩৪ তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মমতা আফরিন গত ১১ জানুয়ারি উপজেলা নির্বাহি অফিসার হিসেবে রামগড়ে যোগদান করেন। শনিবার বিকালে রামগড় গণ পাঠাগার পরিদর্শনে এলে পাঠাগারের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো নিজাম উদ্দিন লাভলু তাঁকে স্বাগত জানান। ১৯২০ সলে প্রতিষ্ঠিত সাবেক মহকুমা শহর রামগড়ে ১৯৫৮ সালে তৎকালীন এসডিও আব্দুস সালামের উদ্যোগে গণ পাঠাগারটি স্থাপিত হয়। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক লোকনাথ বড়ুয়া ও স্থনীয় সচেতন নাগরিকরা এই গণ পাঠাগার প্রতিষ্ঠায় তাকে সার্বিক সহযোগিতা করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন হামিদা বেগমের স্বামী এটিএম সৈয়দ হোসেন ১৯৬৪ সালে রামগড় সাব ডিভিশনের সেকেন্ড অফিসার হিসেবে যোগদানের পর গণ পাঠাগারের ব্যাপক উন্নয়ন করেন। নানা সমস্যার কারণে র্দীঘদিন যাবৎ বন্ধ থাকার পর সদ্য বদলী যাওয়া ইউএনও খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের উদ্যোগে পাঠাগারটি পুন:চালু হয়। নবাগত ইউএনও মমতা আফরিন মূল্যবান বইপুস্তকে সমৃদ্ধ প্রাচীন এই পাঠাগারের ইতিহাস ঐতিহ্য জেনে খুই উৎসাহিত হন। তিনি পাঠাগারের প্রয়োজনীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাঠাগার পরিদর্শনকালে বিভিন্ন দৈনিকের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Loading