মইজদীপুরে দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ , জানুয়ারি ২২, ২০২৩

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালী সেনবাগের মইজদীপুরে ৪ তলা বিশিষ্ট দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করছেন আলহাজ্ব সোহরাব হোসেন সুমন,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক এবং সিইও, গোল্ডসাফাইন ইন্টারন্যাশনাল কর্পোরেশন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শনিবার সকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের সভাপতিত্বে ও মাওলানা হোসাইন আহমেদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ইসলামি ব্যাক্তিত্ব মাওলানা আবদুর রহমান, মাওলানা জয়নাল আবদিন, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, মাওলানা রহিম উল্লাহ বশিরী, মাওলানা আতা উল্লাহ ,মাওলানা ইসমাইল, সাব্বির মাহমুদ রশিদী, শহীদ উল্লাহ, তাজ উদ্দিন, মাছুম বিল্লাহ, মিজানুর রহমান, আমির হোসেন,আবদুর রহিম, স্থানীয় ওয়ার্ড মেম্বার হারুনুর রশিদ,আনোয়ার হোসেন আনু, মোঃ ইব্রোহিম,মুক্তিযোদ্ধা সোলেমান বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আতিকুর রহমান ভূঁইয়া পলাশ, শ্রমিক লীগ নেতা অলি ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা গোলাম মহি উদ্দিন বাহাদুর, মোঃ ফারুক, মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম পলাশ সহ বিশিষ্ট আলেমবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন সুমন মাদ্রাসা নির্মাণ কাজে এলাকার সকলের সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন।

Loading