ক্রিকেটকে বিদায় জানালেন আমলা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , জানুয়ারি ১৯, ২০২৩

সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটারদের একজন হাশিম আমলা। দুই দশকের ক্যারিয়ারের ইতি টানলেন ৩৯ বছর বয়সী আমলা।

২০১৯ সালে ইংল্যান্ড বিশ^কাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে অবসর নেন। তবে ঘরোয়া তথা ক্লাব ক্রিকেট অব্যাহত রাখেন তিনি। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে ২০২২ সালে সারের শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছেন ডান হাতি এই ব্যাটার। তবে এ বছর তিনি আর ক্লাবে ফিরছেন না নিশ্চিত করার পর সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন।

পেশাদার ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৩৪,১০৪ রান করেছেন ৩৯ বছর বয়সী আমলা। ২৬৫টি প্রথম শ্রেনির ম্যাচে ৫৭টি সেঞ্চুরি ও ৯৩টি হাফ-সেঞ্চুরিতে ১৯,৫২১ রান করেন তিনি।

২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের হয়ে ১২৪ টেস্টে ৯২৮২ রান করেন আমলা। অলরাউন্ডার জক ক্যালিসের পর প্রোটিয়াদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান তার। টেস্টে ২৮টি সেঞ্চুরি ও ৪১টি হাফ-সেঞ্চুরিও করেন তিনি।

১৮১ ওয়ানডেতে ২৭টি শতক ও ৩৯টি অর্ধশতকে ৮১১৩ রান আছে আমলার। ৪৪টি টি-টোয়েন্টিতে ৮টি হাফ-সেঞ্চুরিতে ১২৭৭ রান করেন তিনি।

এরই মধ্যে কোচিং ক্যারিয়ার শুরু করেছেন আমলা। চলমান দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচের দাত্বি পালন করছেন তিনি। জাতীয় দলের ব্যাটিং কোচ হবার দৌঁড়েও আছেন আমলা।

Loading