দেশে নতুন ভোটার ৭৯ লাখ ৮৩ হাজার

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ , জানুয়ারি ১৫, ২০২৩
nid card information | nid card online copy | nid card information

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা দিয়েই অনুষ্ঠিত হবে আগামী সংসদ নির্বাচন।

খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার এখন ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩ লাখ আর নারী ভোটার ৫ কোটি ৮৬ লাখ।

রোববার ইসি সচিবালয়ে এ তথ্য জানিয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব। জানান, ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার৷ মৃত ভোটার বাদ দিয়ে মোট ভোটার বেড়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার বেড়ে আগের তুলনায় দ্বিগুণ।

খসড়া এই তালিকার উপর অভিযোগ নিষ্পত্তি শেষে আগামী ২রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Loading