রাষ্ট্রপতির দুই টার্মের বেশি থাকার বিধান নেই

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ , জানুয়ারি ৪, ২০২৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু তিনি দুই টার্ম থেকেছেন, সংবিধান অনুযায়ী তিনি আর থাকতে পারবেন না। সেহেতু নতুন একজন নির্বাচিত হবেন।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধোস্তন আদালতের বিচারকদের জন্য একটি কর্মশালার উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের এ তথ্য জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোন পরিকল্পনা সরকারের নেই।

বিএনপির উচ্চপদস্থ নেতাদের জামিনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নয়ই, কোনও মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন তাহলে জামিন দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেবেন না।’

মন্ত্রী বলেন, ‘এটা অহরহ হয়ে থাকে যে নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত তা আটকে দিয়েছেন। এটা বাংলাদেশে নতুন কিছু না।’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি বা দেখলেও সেট তারা বলতে চাচ্ছেন না।’

Loading