কুবিতে অর্থনীতি ক্লাবের নতুন কমিটি গঠন মোহাম্মদ আল-আমিন মোহাম্মদ আল-আমিন কুবি প্রতিনিধি প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ , জানুয়ারি ৩, ২০২৩ বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের অধিভুক্ত অর্থনীতি ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ আশিকা আক্তারকে সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসাইনকে সহ-সভাপতি, অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী শওকত আলীকে সাধারণ সম্পাদক এবং একই ব্যাচের রিফাতুল জান্নাতকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্যদের কমিটি দেয়া হয়েছে। এই কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. স্বপন চন্দ্র মজুমদার, মোসাঃ নয়ন তারা, আয়েশা আক্তার, রাশেদ আহমদ, রিফাত নাহরিন। কমিটিতে সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাইদা কামরুন নেসা, তানজিনা আক্তার, ফাতেমা আক্তার অর্ণা, মাসুম বিল্লাহ, জান্নাতুল ইসলাম লিজা। এছাড়াও এ কমিটির সহ-সমন্বয়কারী হিসেবে আছেন জগদীশ চন্দ্র রায়, সোয়াইবুল ইসলাম, রায়হান আহমেদ, সায়েদুর রহমান, সামিন বক্স সাদী। কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোসাঃ আশিকা আক্তার বলেন, নতুন দায়িত্ব পাওয়া অবশ্যই আনন্দের। সামনের দিনে চেষ্টা করবো আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি। শেয়ার শিক্ষাঙ্গন বিষয়: