কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে চীনে

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২২

মহামারি করোনাভাইরাসে চীনে এখন প্রতিদিন ৯ হাজারের মতো মানুষ মারা যাচ্ছে বলে আশংকা করছে যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য তথ্য প্রতিষ্ঠান এয়ারফিনিটি।

এ অবস্থায় করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্তে চীন থেকে আসা উড়োজাহাজের ময়লা পানির নমুনা পরীক্ষা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

চলতি মাসে বেইজিং ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে আসলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে চীনে।

ব্রিটিশ স্বাস্থ্য তথ্য সংস্থা জানায়, ১৩ জানুয়ারির মধ্যে চীনে সংক্রমণ চূড়ায় পৌঁছাবে, সেসময় প্রতিদিন ৩৭ লাখ মানুষ কোভিড আক্রান্ত হবেন। আগামি বছরের এপ্রিল নাগাদ চীনে করোনায় মৃত্যু ১৭ লাখে পৌঁছুবে বলে আশঙ্কা সংস্থাটির।

এ অবস্থায় চীনকে নতুন ভ্যারিয়েন্টটি সম্পর্কে সুস্পষ্ট তথ্য দিতে আবারও আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।

Loading