যখন পাওয়া যাবে এমআরটি পাস

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ , ডিসেম্বর ৩০, ২০২২

মেট্রোরেলের এমআরটি পাস আজ শুক্ররাব বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সংগ্রহ করা যাবে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেক ওয়ালিদ ফায়েজ এ তথ্য জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার উত্তর ও আগারগাঁও স্টেশনে এমআরটি পাস কার্ড পাওয়া যাবে।

প্রত্যেক যাত্রীকে কাউন্টারে ৫০০ টাকা (২০০ টাকা কার্ডের জন্য ও ভাড়া বাবদ ৩০০ টাকা) এবং পাস কার্ডের জন্য একটি এমআরটি পাস নিবন্ধন ফরম (যথাযথভাবে পূরণ করে) জমা দিতে হবে।

এমআরটি পাস নিবন্ধন ফরমটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে (http://www.dmtcl.gov.bd)|

Loading