সকালে রাজধানীতে বৃষ্টি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২৭, ২০২২ “বিন্দু বিন্দু শিশির কণা সবুজ ঘাসের পরে, ঝিকি মিকি মুক্তা হেসে মনটা পাগল করে। দিকে দিকে ঠাণ্ডা বাতাস জাগায় শীহরণ, সরিষা ফুলে মৌমাছি করে মধু আহরণ।” প্রকৃতিতে এমনই শীতের আবহাওয়া চলছে। কিন্তু এরই মাঝে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় ধরা দিলো বৃষ্টি। এদিন সকাল সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। একারণে শীত বেশি অনুভূত না হলেওস্বাভাবিক কর্মে ব্যাঘাত ঘটিয়েছে। বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশা খানিকটা বেড়ে গেছে। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়। বৃষ্টির পূর্বাভাস কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছিল আবহাওয়া অফিস। সোমবার রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলছেন, এই বৃষ্টিতে শীতের অনুভূতি আরো বাড়বে। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সে সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে। এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আরও দুইদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি। শেয়ার রাজধানী বিষয়: