‘পাহাড়ে শান্তির পাশাপাশি পর্যটন বিকাশে কাজ করছে সেনাবাহিনী’

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ , ডিসেম্বর ১৮, ২০২২

আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. সাব্বির হাসান পিএসসি বলেছেন, এই অঞ্চলে সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কাজ করছে সেনাবাহিনী।

আমরা এভাবে একসঙ্গে কাজ করলে উন্নয়ন ও সম্প্রীতির রোল মডেল হিসেবে আলীকদমকে গড়ে তোলা সম্ভব।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে আলীকদম উপজেলার ঐতিহাসিক ও রহস্যময় আলীর গুহার যাওয়ার সিঁড়ি ও বিশ্রামাগার উদ্বোধনে করতে এসে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার এসব কথা বলেন।

উদ্বোধন শেষে আলীর গুহার আশেপাশে বট গাছের চারা রোপণ করেন আলীকদম জোনের অধিনায়ক।

তিনি আরও বলেন, এই অঞ্চলের শান্তি বজায় রাখার পাশাপাশি পর্যটন স্থানগুলো সবার কাছে তুলে ধরা আমাদের লক্ষ্য। যাতে করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। পর্যটকদের সুবিধার জন্য পর্যায়ক্রমে এই উপজেলার সব পর্যটনস্থানে আরও উন্নয়ন করা হবে।

এসময় আলীকদম জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর সাজ্জাদ শহিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দুংড়িমং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ও শিরিন আক্তার, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন,চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, নয়াপাড়া ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Loading