রামগড়ে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ , ডিসেম্বর ৯, ২০২২ দেশব্যাপী বিএনপির চলমান নাশকতার বিরুদ্ধে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে হতে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের স্লোগানে স্লোগানে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হল (উপরের বাজার) ঘুরে এসে রামগড় বাজারের পুলিশ বক্স সংলগ্ন খাগড়াছড়ি – বারৈয়ার হাট সড়কের উপর সমাবেশে পরিনত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল। এসময় রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,পৌর প্যানেল মেয়র মোঃ শামিম,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃবেলাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমেদ মিলন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের,পৌর যুবলীগের সাবেক সভাপতি সুমন বড়ুয়া,যুবলীগ নেতা আনোয়ার তারেক সুমন,নাছির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউছার হাবিব সুমন,ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ ছোটন,আরাফাত হোসেনসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। শেয়ার অন্যান্য বিষয়: