খাগড়াছড়ির রামগড়ে বেগম রোকেয়া দিবস পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , ডিসেম্বর ৯, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে র‌্যালী বের হয়ে রামগড় বাজার প্রদক্ষিণ করে।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভাঃ) ফয়জার রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায়” সমাজ উন্নয়নে অবদান রাখা নারী” ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে হাসিনা আক্তার এবং “সফল জননী নারী” ক্যাটাগরিতে রেনুকা চৌধুরীকে সম্মান স্মারক ও সনদ দেওয়া হয়।এ সময় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাঙালি নারী জাতির অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়া ১৯৮০ খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি মৃত্যু বরন করেন।

Loading