‘চিনির দাম বেশি রাখলে জেল হবে’

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , ডিসেম্বর ৪, ২০২২

সরকার নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দামে চিনি বিক্রি করলে তাকে প্রয়োজনে কারাগারে পাঠানো হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আপনারা দেখছেন আমাদের ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, জরিমানা করছে৷ এখন আমরা চিন্তা করছি, এর বাইরে যদি প্রয়োজন হয় জেলের ব্যবস্থা করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান তিনি। সাংবাদিকদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আমাদের কাগজপত্র বলে প্রচুর পরিমাণ চিনি রয়েছে, পাইপলাইনেও আছে৷ চিনির দামটা যেটুকু বেশি আছে, সেটা কমে আসবে। আজকে একটু কথা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে আসছে তাকে বলেছি, চিনির ওপর ডিউটি যদি একটু কমানো যায় বা কনসিডার করা যায় তাহলে দামের ওপর প্রভাব পড়বে বা দাম কমে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ফেরেশতা নয়, এটা ঠিক। কিন্তু আমরা যে চিনির দাম নির্ধারণ করে দেই, সেটা দিতে হবে তা কিন্তু নয়। দাম কত হওয়া উচিত সেটা নির্ধারণ করে দেই। আমাদের ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, জরিমানা করছে৷

তিনি বলেন, ‘যারা চিনি উৎপাদন করে তাদের নিয়মিত গ্যাস দরকার হয়। সেখানে সমস্যা হলে তারা আর কাজ করতে পারবে না। আমরা সবাই জানি, কোথাও কোনো না কোনো সমস্যা আছে। এজন্য শিগগিরই একটি সমন্বয় কমিটি করা হবে। দেশে যদি কোনো আগাম পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য প্রতি তিন মাসে আমরা এই কমিটির একটি সভা করব।

রমজান আগামী মার্চ মাসে শুরু হবে৷ সে সময় যাতে কোনো সমস্যা না হয় সে জন্য এলসিসহ অন্য বিষয়ে সংশ্লিষ্টরা দেখবেন। শিগগিরই আমরা বড় বড় ব্যবসায়ীদের নিয়ে বসব জানিয়ে মন্ত্রী আরও বলেন, তবে রাতারাতি সব কিছু বদলে দেওয়া যাবে না। রমজান মাসে দাম কমে যাবে সেটা বলছি না, অন্তত আজকের বৈশ্বিক পরিস্থিতিতে যে দাম হওয়া উচিত, সেটা মাথায় রেখে পণ্যের সরবরাহ দেখা হচ্ছে।

[tlpteam id=”77929″ title=””]

Loading