রামগড়ে বিজিবির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ , নভেম্বর ২৯, ২০২২

লেঃ কর্নেল হাফিজুর রহমান বলেন
সকল ধর্মের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য বাড়াতে সাহায্য করে। আজ রামগড় জোন সদরে ৪৩ বিজিবি আয়োজিত সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান এসব কথা বলেন।
মঙ্গলবার ২৯শে নভেম্বর সকাল দশটায় ৪৩ বিজিবির সম্মেলন কক্ষে জোন কামান্ডার লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় মাদক পাচার, চোরাচালান দমন,আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত আইন, অবৈধ কাঠ পাচার, সামাজিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, হেয়াঁকো বনানী কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাংবাদিক শ্যামল রুদ্র প্রমুখ।
সভায় বক্তারা বলেন সীমান্তে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ৪৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা, বেকার যুবক-যুবতীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ, শীতবস্ত্র বিতরণ,দরিদ্রদের ত্রাণ বিতরণ এর মত কাজ প্রশংসার দাবিদার। বক্তারা নানান সমস্যার পাশাপাশি অভিযোগ করেন নির্বাচন ঘনিয়ে এলেই একশ্রেণীর সুবিধাবাদি লোক গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তারা সকলকে সেই দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন , সীমান্তে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষায় ৪৩ বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। তবে দীর্ঘ সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমন শূন্যের কোঠায় নিয়ে আসতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের আরো সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন ৪৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।
এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবহন শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় হ্যাডম্যান, কারবারি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading