দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জ

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , নভেম্বর ১৭, ২০২২

আহমেদ বকুল।। দেশের প্রথম মুক্ত অঞ্চল জকিগঞ্জ। ২১ নভেম্বর ১৯৭১ সালে সর্বপ্রথম জকিগঞ্জে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। অথচ সরকারিভাবে বিষয়টি এ যাবৎ জনসমক্ষে আনা হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে সর্বপ্রথম মুক্ত অঞ্চলের কথা সকলের জানা দরকার। এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ছাত্র-ছাত্রী এবং সর্বসাধারণের সামনে তুলে ধরার জন্য জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের কর্মকর্তারা প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। এ উপলক্ষে ইউকের iov টিভিতে আজ যুক্তরাজ্যের সময় সন্ধ্যা সাত ঘটিকার সময় বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আব্দুল কাদের চৌধুরী, অতিথি হিসেবে থাকবেন ফয়জুর রহমান খান, কামাল এমসিএ রহমান, আবুল হোসেন, গোলাম মর্তুজা চৌধুরী। অনুষ্ঠানটি দেখার জন্য জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের কর্মকর্তারা সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Loading