নেত্রকোণায় নবান্ন উৎসবে ধান কাটলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , নভেম্বর ১৭, ২০২২

‘কাস্তে হাতে মাঠে চলি, নতুন ধান ঘরে তুলি’- শ্লোগানে নেত্রকোণায় শুরু হয়েছে নবান্ন উৎসব। উৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানা কর্মসূচী গ্রহন করেছে।

আজ সকালে জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে  জমিতে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন  নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

ধান কাটা, ধান মাড়িয়ে গোলায় তোলা এসব আনন্দকে আরও বেশি উপভোগ করতে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উৎসবের মূল লক্ষ্য। নবান্ন উৎসবকে ঘীরে গ্রামীণ বিভিন্ন থেলাধুলা, গান, নৃত্য, বাউল সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা ও শীতের পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নূরুজ্জামান,  সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও এলাকার কৃষকসহ অন্যরা।

Loading