ধামরাইয়ে আগামীকাল শুক্রবার থেকে ২দিন ব্যাপী ইসলামী সন্মেলন শুরু

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ , নভেম্বর ১৭, ২০২২

 

ঢাকার ধামরাই উপজেলার কৃষ্ণপুর বাথুলী আমেনা হুসাইনিয়া মহিলা মাদ্রাসা মাঠে আগামীকাল শুক্রবার থেকে ২ দিন ব্যাপী ১৮ ও ১৯ নভেম্বর শুক্রবার ও শনিবার ঐতিহাসিক ইসলামী সন্মেলন শুরু হবে।
ধামরাই উপজেলার আমেনা হুসাইনিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ২দিন ব্যাপি ঐতিহাসিক ইসলামী সন্মেলনে দেশ বরেণ্য ওলামায়ে মাসায়েখ গণ কোরআন ও হাদিস থেকে বয়ান রাখবেন। প্রথম দিন শুক্রবার প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপিত বেনজির আহমদ। বয়ান করবেন হযরত আল্লামা নেয়ামতুল্লাহ আল— ফরিদী যাত্রাবাড়ী, হযরত মাওলানা শহীদুল ইসলাম মাদানী সিরাজগঞ্জ ও হযরত মাওলানা শামসুল হুদা সাহেব অত্র মাদ্রাসার। সভাপতিত্ব করবেন গাংগটিয়া ইউপি চেয়ারম্যান কাদের মোল্লা। ২য় দিন শনিবার প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।বয়ান করবেন হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজী বি—বাড়িয়া, হযরত মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী কুমিল্লা ও পীরে কামিল আল্লামা মুফতি সাঈদ নূর সাহেব অত্র মাদ্রাসার। সভাপতিত্ব করবেন আলহাজ¦ এস.এম মনিরুজ্জামান।এই ২দিন ব্যাপি ঐতিহাসীক ইসলামী সন্মেলনে উপস্থিত থাকার জন্য সকল মুসলমানদের বিশেষভাবে আমন্ত্রন জানিয়েছেন উপজেলা পরিষদের খতীবও আমেনা হুসাইনিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: ফজলুল হক।

 

 

 

 

Loading