নেত্রকোণায় ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , নভেম্বর ১৫, ২০২২

সারা দেশে অগ্নি নিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও সারা দেশে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

‘দুর্ঘটনা – দূর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই স্লোগানে সারা দেশের ন্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস কার্যালয়ে শহরের পাটপট্টি এলাকায় নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে এই কর্মসূচি পালিত হয় শুরুতে ফায়ার সার্ভিসের সদস্যগণ সমবেত অতিথিদের সাথে নিয়ে  ফায়ার সার্ভিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অন্জনা খান মজলিস।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল ইসলাম জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা নুরুল আমীন, পৌরসভা প্যানেল মেয়র এস এম মহসিন আলম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।

 

Loading