চট্টগ্রামে প্রাইভেট হাসপাতালে অভিযান সময়ের দাবি

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ , জুলাই ৮, ২০২০

মহসীন কাজী

সাংবাদিক রুবেল খানের মেয়ে রাইফার মেডিকেল মার্ডারের পর কিলিং স্পট ম্যাক্স হাসপাতালে অভিযান চালানো হয়। তখন বেসরকারি এ হাসপাতালের পরতে পরতে অনিয়ম ধরা পড়ে। হাসপাতালটিতে যেসব মহাগলদ ধরা পড়ে তাতে এটি বন্ধ করে দেওয়ার কথা। কিন্তু কতিপয় কমিশন খোরের কারণে বন্ধ দূরে থাক প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের সকল হাসপাতাল বন্ধ করে রোগীদের জিম্মি করে। সরকারের চাপের মুখে দুই দিনের মাথায় তারা কর্মসূচি প্রত্যাহারে বাধ্য হয়।

অনেক গলদ নিয়ে চলা ম্যাক্স হাসপাতাল তখন অক্ষত থেকে যায়। অব্যাহত থাকে তাদের গলাকাটা। এই করোনাকালেও তারা ছাড়ছে না অসহায় মানুষকে। প্রতিদিনই ভুয়া বিলসহ নানা অজুহাতে গলা কাটছে।

চট্টগ্রামে শুধু ম্যাক্স নয়, প্রতিটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ঢাকার রিজেন্ট হাসপাতালের মতো অভিযান চালানো এখন সময়ের দাবি।

Loading