সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে নেত্রকোণায় গণঅনশন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ , অক্টোবর ২২, ২০২২

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও সরকারি দলের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের  দাবিতে নেত্রকোণায় গণঅনশন কর্মসূচী চলছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণঅনশন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই গণঅনশন চলবে।

জেলার বিভিন্ন সংগঠন এ্ই গণঅনশনে যোগদান করছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত রায় মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখছেন সভাপতি মন্ডলির সদস্য দিপক কুমার সিংহ চয়ন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী লিটন পন্ডিত, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক রায়, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক রঞ্জিত রায়, ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা শাখার আহবায়ক কেশব রঞ্জন সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা শিল্পী ভট্টাচার্য, সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আসগর খান পন্নী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ প্রমুখ।

বক্তারা সরকারী দলের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে না রাখার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা এ ধরনের ঘৃণ্য অপরাধে উৎসাহিত হয়। সরকারী দলকে সকল সাম্প্রদায়িক সহিংসতার অবিলম্বে বিচার কাজ শেষ করার দাবি জানান।

 

 

 

 

Loading