চা উৎপাদনে রেকর্ড

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , অক্টোবর ২১, ২০২২

অতীতের যেকোনো মাসের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে।বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ চা বোর্ডের (বিটিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেপ্টেম্বর মাসে ১৪ দশমিক ৭৪ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। যা অতীতের যেকোনো মাসের চেয়ে বেশি।

এর আগে, মাস ভিত্তিক হিসেবে গত বছরের অক্টোবরে ১৪ দশমিক ৫৮ মিলিয়ন কেজি চা উৎপাদনের রেকর্ড হয়েছিল।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় বৃষ্টিপাত, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, চা রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা, নিয়মিত বাগান মনিটরিং, শ্রমিকদের মজুরি বাড়ানো ও শ্রমকল্যাণ নিশ্চিতকরণের ফলে চায়ের উৎপাদন অনেক ভালো।

সরকারের নানা উদ্যোগের পাশাপাশি বাগান মালিক, চা-ব্যবসায়ী ও চা-শ্রমিকদের ধারাবাহিক প্রচেষ্টার ফলে চা শিল্পের সক্ষমতা অনেক বেড়েছে বলেও জানান তিনি।

Loading