তাসনিয়া – কবি লায়ন এম এ ছালেহ্

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৪, ২০২২
মেয়ে বলে তাদের কেন পিছু ছাড়েনা
নিজের গৃহে নিরাপদে থাকতে পারেনা।
চারিপাশে শেয়াল কুকুর ঘাপটি মেরে
কোন সুযোগে পশুত্বের কাজটি সেরে।
তাতেও তো সাধ মেটে না নরপশুর
গলায় তারা চুরি চালায় যেন অসুর।
এ কেমন তর জীবন দিলাম কন্যাদের
প্রতিক্ষণে ধুঁকে ধুঁকে জীবন যাদের।
তাসনিয়া’তো আমার কন্যা হতে পারে
কেন তবে জীবন দিল অকাতরে।
কন্যাদের কি অধিকার নেই বাঁচার
তারা কি তবে প্রাণী হবে খাঁচার?
মায়ের আহাজারি কানে শুনি না
তাদের দুঃখ কবু হৃদয়ে বুনি না।
পিতা মাতার আর কত বুক হবে খালি
তাসনিয়া’রা কেন হবে সমাজের বলি?
জবাব কি কেউ দেবে আমার কথার
নাকি মুখ বন্ধ করে দেবে চাপে যথার।
তাসনিয়া’র ঐ লাশ দিচ্ছে ধিক মোদের
জীবন দিয়ে বুঝিয়ে দিল পালা তোদের।

Loading