রামগড়ে ৪৩ বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২১, ২০২২

বর্ডার গার্ড (৪৩ বিজিবি) বাংলাদেশ রামগড় ব্যাটালিয়নের আয়োজনে খাগড়াছড়ির রামগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় দুর্গম পাহাড়ি এলাকার দুই শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্রের পাশাপাশি ঔষধ প্রদান করা হয়।বুধবার (২১ সেপ্টেম্বর) রামগড় ইউনিয়নের বৈদ্যপাড়ায় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান।জানা যায়, ২৩ বিজিবি যামিনী পাড়া জোনের মেডিকেল অফিসার ডাঃ ক্যাপ্টেন মোঃ আশিকুর রাহমান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। রামগড় ব্যাটালিয়নের আওতাধীন বৈদ্যপাড়া সিআইও ক্যাম্প এর ব্যাবস্থাপনায় দুর্গম, অনুন্নত বৈদ্যপাড়া ও তার আশপাশ এলাকার প্রায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এসময় সেবাপ্রাপ্ত রোগীদের বিনামূল্যে ব্যাবস্থা পত্রের পাশাপাশি ঔষধও প্রদান করা হয়।

Loading