কলেজশিক্ষিকার মৃত্যুর ঘটনায় স্বামী কারাগারে

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৮, ২০২২

কুমিল্লায় অগ্নিদগ্ধ কলেজশিক্ষিকা তাহমিনা মুনার (৩২) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহতের ভগ্নিপতি তারেকুল ইসলাম ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে মামলাটি করেন।

মামলায় নিহত মুনার স্বামী সালাউদ্দিন সুমনকে আসামি করা হয়েছে। মামলার পর মুনার স্বামী সালাউদ্দিন সুমন বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি সহিদুর রহমান বলেন, বুধবার রাতে নিহতের ভগ্নিপতি বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলাটি গ্রহণ করে তদন্তে চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে কুমিল্লা নগরীর রেসকোর্সের ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন মুনা। এ সময় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তাহমিনা মুনা কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

Loading