রাঙ্গামাটিতে ৩২ ঘণ্টার হরতাল প্রত্যাহার

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৬, ২০২২

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে চলমান ৩২ ঘণ্টার হরতাল স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হরতাল স্থগিতের ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবর রহমান। এর আগে ওই পরিষদের ডাকা হরতাল ৯ ঘণ্টা পালন করা হয়।

স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) ভূমি কমিশনের ডাকা সভা স্থগিতসহ সাত দফা দাবিতে আমরা ৩২ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়ে ছিলাম। তবে হরতাল চলাকালে আজ দুপুর ১টায় আমরা সংবাদ পাই যে কমিশন সভা স্থগিত করেছে।

তিনি আরও জানান, কমিশন সভা স্থগিত করেছে, সেহেতু জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বিকেল ৩টা থেকে আমরা হরতাল স্থগিত করছি।

উল্লেখ্য, রাঙ্গামাটিতে ভূমি নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়ে ছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সোমবার (৫ সেপ্টেম্বর) রাঙ্গামাটির এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

Loading