টিফিনের টাকা বাচিয়ে শৌচাগার নির্মান

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৬, ২০২২

শতাব্দির প্রলংকরি বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে টিফিনের টাকা বাচিয়ে একটি শৌচাগার নির্মান করে মানবতার এক উজ্জল দৃস্টান্ত স্থাপন করলেন,ঢাকার ধানমণ্ডীর মাষ্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ষষ্ট শ্রেণীর চারজন শিক্ষার্থী রেনাইসা রহমান,ফারিয়া রাইসা,জাপরিন ওয়ারিশা ও শায়ান কবির। এ বন্যায় নিজেদের অবস্থান থেকে মানুষ ও মানবতার তরে নিজের অর্থ বিলিয়ে বিরাট ভূমিকা রেখেছেন। কবি গোলাম মোস্তফা’র ভাষায় ,আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল মানবনন্দনে,ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগাই স্পন্দনে। লক্ষ আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে,ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি-পাতার বন্ধনে।

Loading