‘রোগ ছড়ানো পাপ’ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ , জুলাই ৪, ২০২০ এস এম শফিক আকাশে বাতাসে বস্তুতে ভুমিতে ভাসিছে অদৃশ্য দানব, অন্ধ বিশ্বাসে টানিছে নিশ্বাসে করোনা যতো গর্দভ মানব । অজ্ঞানের জ্ঞানে ঠাসা ঠাসা যুক্তি বিশ্বাস নেই বিজ্ঞানে, ভাইরাস ব্যাধিরে করিলে ভয় টান লাগে নাকি ঈমানে । অদৃশ্য দানব আর গর্দভ মানব সৃষ্টি করিছে নতুন প্রবাদ, কোনঠাসা বিশ্ব মহামারীতে ওরা করিছে ধ্বংশের আবাদ । কোন ধর্ম বলে মানুষ সমাজে রোগ ছড়ানো নয় পাপ, যে বলে স্বাস্থ্য সুরক্ষা লাগেনা তারঁ তরে জাতির অভিশাপ । শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: