সেনবাগে জাতির পিতার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ , আগস্ট ১৬, ২০২২

এ এইচ লিটন, সেনবাগ প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে ১৫আগষ্ট সকালে উপজেলা পরিষদ জামে মসজিদে ইসলামি ফাউন্ডেশনের কোরআন খানীর আয়োজনে মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়।

সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সকাল সাড়ে দশটায় স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের নেতৃত্বে একটি শোক ‌‌র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সেনবাগ পৌরসভা ও ১২ ইউনিয়নে ১৩টি গরু জবাই করে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

Loading