করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২৬

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ , আগস্ট ১৪, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ২২৬ জন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করে ২২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৯ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৭৭ জন ঢাকা বিভাগের, ২১ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রাজশাহী বিভাগের, ২ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের এবং ৭ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১৩ জন।

এ সময়ে করোনা আক্রান্ত ৪৭৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।

Loading