গ্রাহক মৃত্যুর পর সাড়ে ৩ লক্ষ টাকা ঋণ মওকুফ করলেন আশা – সৈয়দপুর (এমএসএমই) ব্রাঞ্চ

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , আগস্ট ১৪, ২০২২

দিনাজপুরের চিরিরবন্দরে বীমা দাবীর আওতায় আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী জয়নুর বেগম নামে এক নারীকে ৩ লক্ষ ৬০ হাজার ২০২ টাকা ঋন মওকুফ করলেন আশা-সৈয়দপুর এমএসএমই ব্রাঞ্চ।

গত ৬ ডিসেম্বর ২০২১শে আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৫৩) আশা-সৈয়দপুর এমএসএমই ব্রাঞ্চ থেকে ৫ লক্ষ ৯১ হাজার ২০২ টাকা ঋন গ্রহন করেন। ঋন গ্রহনের তিন কিস্তি পরেই তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জানাগেছে বেসরকারী এনজিও সংস্থা আশা ঋন নিরাপত্তা ও ঝুঁকি তহবিল থেকে সদস্যর মৃত্যুর পর ঋন মওকুফ কার্যক্রম দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসতেছিল। এরি ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১১ টায় আশার সৈয়দপুর এমএসএমই ব্রাঞ্চ নুরুল হকের স্ত্রী ও দুই ছেলের হাতে ঋনের বিপরীতে জমানো সঞ্চয় ৬৮ হাজার ২ শত টাকার চেক তুলে দেন নীলফামারী জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক জনাব, মোঃ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল হালিম, সৈয়দপুর এমএসএমই ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ মন্জুরুল করিম, এসই মোঃ আবু লায়েজ।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র অফিসের অফিসার এ.এস.এম ফারুক, মোঃ আরমান আলী প্রমূখ।

Loading