রামগড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ , আগস্ট ৯, ২০২২

রামগড়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
৮ই আগষ্ট সোমবার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় রামগড় লেকের পাড়ে মহিলা ক্লাবের সামনে স্থাপিত বেগম ফজিলাতুন্নেসা মুজিবের দৃষ্টিনন্দন ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, নগদটাকা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় রামগড় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রামগড় পৌরসভা,উপজেলা মহিলা আওয়ামীলীগ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বেলা এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।
রামগড় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা”এই প্রতিপাদ্য বিষয় এর উপর বঙ্গমাতার জীবনে নিয়ে বক্তারা আলোচনা করেন।
এসময় রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাজনৈতিক নেতৃবৃন্দ , জনপ্রতিনিধি , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । আলোচনা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর এর অর্থায়নে সাতজন প্রশিক্ষিত দুস্থ মহিলা কে সেলাই মেশিন ও তিনজন মহিলাকে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

Loading