বঙ্গমাতার জন্মদিনে ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর রক্তদান

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯২তম জন্মদিনে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আধুনিক হসপিটালের আয়োজনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর স্বেছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন রোস্তম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের।

জানা যায়, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষ্যে গফরগাঁও আধুনিক হাসপাতালের আয়োজনে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফ্রি রক্তদান কর্মসূচী ও রক্তের গ্রুপ নির্ণয় অংশ নেয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী। বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূর্ণিতা দাস, সাদিয়া, সানজিদা, আশামনি বলেন, বঙ্গমাতার জন্মদিনে রক্ত দিয়ে ও রক্ত পরীক্ষা করে দিনটিকে স্মরণ করে রাখছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মদিনে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্ত দান কর্মসূচী যারা আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের বিদ্যালয়ের এই উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এ এস এম শফিক, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল, নাজমুল হক বিপ্লব, সাংবাদিক মতিউর রহমান মতি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Loading