চিরিরবন্দরে তেলের দাম বৃদ্ধির কারনে তেল বিক্রি বন্ধ করায়  মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ , আগস্ট ৬, ২০২২
বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম  বাংলাদেশে বৃদ্বির ঘোষনায় দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় সব কয়েকটি ফিলিং স্টেশন আজ শুক্রবার রাত ১০ টার পর থেকে তেল দেয়া বন্ধ করে দিয়েছে।  এরই জের ধরে জ্বালানি তেল কিনতে এসে তেল না পাওয়ায় উৎসক জনতা রাণীরবন্দর রশিদ এন্ড ব্রাদ্রার্স ফিলিং স্টেশনের সামনে রংপুর- দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় মহাসড়কে  ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুই দিকে শতাধিকের মত গাড়ি অবরোধে আটকা পরে। পরে তেল পাম্প মালিক পক্ষ তেল দেয়ার সর্মথন হলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানাগেছে,  আগামীকাল শনিবার থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়ে কেরোসিন ও  ডিজেল ১১৪ টাকা লিটার, অকটেন ১৩৫ টাকা লিটার, আর পেট্রোল ১৩০ টাকা লিটার নিধারন করা হয়েছে।

Loading