মনের গভীরে নেই তোমার কোনো অভিযোগ – কোহিনূর আক্তার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ , আগস্ট ৪, ২০২২ টেলিফোনটা আর বাজছে না আচ্ছা বলতো কি হলো এই অবেলায় এই তো বেজে উঠল ,হাতে তুলতেই গভীর কন্ঠস্বর ,তোমাকেই বলছি হ্যাঁ বলুন,তোমার প্রেম পত্র পেয়েছি হৃদয়ের লাল টকটকে কার্পেটে মোড়ানো । আচ্ছা অঞ্জলি, এমন করে কেউ শক্ত চকে হৃদয়ের ব্ল্যাকবোর্ডে খুঁচিয়ে খুঁচিয়ে লেখে ! একটু আলতো করে বুকের ওম ঢেলে ঠোঁটের স্পর্শে ঘন নিঃশ্বাসে বলতে পারতে ভালবাসি। বেঁচে থাকার অবাধ্য প্রায়শ্চিত্তের দীর্ঘ পথটা বেড়ে যেতো। বেড়ে যেতো ক্যানসার হৃদয়ে স্বপ্নের কামনা বাসনা। হ্যালো হ্যালো শুনছো অঞ্জলি ! নাকি রিসিভারটা রেখে ঐ শিশির ঘন পথটা খুঁজছো ? খুব কাছে তুমি আমার, অথচ হৃদয়ের পথে হেঁটেছি কতটা জনম তার পরেও তুমি নেই তুমি নেই। সব ছিলো ধোয়াসা ভোরের ক্ষণিক শিশির মাত্র। অঞ্জলি তুমি ভালো আছো জানি, সুখ সংসার এখন তোমার জীবন চূড়ায় গাঁথা। তুমি কি কখনো স্বপ্ন ভাঙা মন দেখেছো ? তুমি কি কখনো স্বজন হারা কান্নার জল দেখেছো, কতোটা বেহুঁশ হয় সেই জল ! হৃদয় পোড়া পঁচা গন্ধ কখনো পেয়েছো ? পেতে চাও দেখতে চাও, তাহলে আমার উঠানে এসো সব কটা কাঁটায় বুনে ঝুলিয়ে রেখেছি, তোমাকে নিয়ে আমার দীর্ঘ নিঃশ্বাসের উপন্যাস রাখার লাইব্রেরিতে। আসবে অঞ্জলি আসবে তো ? আজও সেই ঝুলিয়ে রাখা স্বপ্ন ভাঙা মন, স্বজন হারা কান্না, হৃদয় পোড়া পঁচা গন্ধ আমাকে অসহ্য দুর্গন্ধে জলে আধ ডোবা পাথরে পরিণত করে। অঞ্জলি হ্যালো , জ্বী আছি বলেন, আচ্ছা, তুমি কখনো আমাকে প্রশ্ন করো না আমি কে ? ইচ্ছে করে না , হা হা হা আমি তোমার প্রেম অঞ্জলি, তুমি না জানলেও আমি তো জানি , তোমার কাছে কোনোদিন আমার প্রেম স্বাধীনতা পায়নি এক সময় প্রেমের চারিদিকে ঘেরাও করলো রাজাকারেরা হত্যা করলো আমার প্রেমকে । আর আমি মৃত তোমার কাছে ।অঞ্জলি চলে এসো এ বুকের ভিতর ডুকরে কেঁদে বলো আমি তোমাকে ভালবাসি ……………..ভালবাসি কি আসবে না ? না । অঞ্জলি অঞ্জলি নষ্ট টেলিফোনের রিসিভার কানে ধরে আছিস কেনো ? অঞ্জলি চমকে উঠলো , না মা এমনিতেই ধরে আছি । তোর বাবাকে কতো করে বললাম লাইনটা ঠিক করে নিতে , কে শোনে কার কথা । ২/৮/২২ শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: