রামগড়ে ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ , জুলাই ২৯, ২০২২

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশের সময় প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ির চালান আটক করেছে ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ জুলাই)গভীর রাতে উপজেলার বড়খেদা নামক স্থানে অভিযান চালিয়ে ৮৩৫ পিস শাড়ি উদ্ধার করে কাশিবাড়ি বিওপির হাবিলদার মো. লুৎফর রহমান এর নেতৃত্বে ৯ সদস্যের একটি টহল দল।উদ্ধার হওয়া ৮৩৫ পিস শাড়ির বাজার মূল্য আনুমানিক ৩৯ লক্ষ ২০ হাজার টাকা।বর্তমানে জব্দকৃত ভারতীয় শাড়িগুলো সীতাকুণ্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি সূত্র।
বিজিবি সূত্র আরো জানায়,কাশিবাড়ি সীমন্ত দিয়ে বাংলাদেশে ভারতীয় শাড়ির বড় চালান প্রবেশের গোপন সংবাদ পেয়ে রাত আড়াইটার দিকে ৪৩ বিজিবির আওতাধীন কাশিবাড়ী বিওপির বড়খেদা (জিআর-৮০২৪৬৮ এমএস ৭৯এম/১৬) নামক স্থানে অভিযান চালায় টহলরত বিজিবির সদস্যরা।এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে ভারত থেকে আনা শাড়িগুলো ফেলে সটকে পড়ে পাচারকারীরা। পরে বিজিবি সদস্যরা মালিকবিহীন শাড়িগুলো জব্দ করে নিয়ে আসে। ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান,সীমান্ত সুরক্ষাসহ অবৈধ অনুপ্রবেশ,চোরাচালান, মাদক ও অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

Loading