ধামরাইয়ে সাদ চক্ষু হাসপাতাল উদ্বোধন ,ফ্রি চিকিৎসা সেবা

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ , জুলাই ২৩, ২০২২

 

অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্যের ব্রত নিয়ে ঢাকার ধামরাইয়ে সাদ চক্ষু হাসপাতালের উদ্বোধন হয় গত শুক্রবার কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্নে।
সাদ চক্ষু হাসপাতাল ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন। প্রধান অতিথির চোখ পরিক্ষার মধ্য দিয়ে হাসপাতালে রোগী দেখা শুরু করেন।উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( স্পেশাল ব্রান্চ— ঢাকা) মোঃ শহিদুল ইসলাম, আলমানবার মেডিকেল এন্ড মেডিসিন সাপ্লাইস এর সিইও ডাঃ সালমান আহমেদ তাহের, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনিস উর রহমান স্বপন, মীর শফিকুল আলম শিহাব, সুপার( এডমিন) কর অঞ্চল— ৬ এর কর্মকর্তা মোঃ আলী হোসেন।জানা যায়, সাদ চক্ষু হাসপাতালের মুক্তিযোদ্ধা, মসজিদের ঈমামদের বিনামূল্যে চোখ দেখা হবে। এছাড়াও অসহায় ও দরিদ্র মানুষের জন্য নাম মাত্র খরচে চিকিৎসা করা হবে। প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। আধুনিক যন্ত্রপাতির দ্বারা চক্ষু পরিক্ষা করা হয়ে থাকে।

 

Loading