চিরিরবন্দরে ১১২টি পরিবারকে জমিসহ গৃহের দলিল হস্তান্তর

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ , জুলাই ২১, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ( ২১ জুলাই ) বৃহস্পতিবার বেলা ১১ টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে একযোগে ২৬ হাজার ২২৯টি পরিবারকে চাবি হস্তান্তর করা হয়।

এরই অংশ হিসেবে চিরিরবন্দরে ১১২ পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হাসান এর সভাপত্বিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুুনীল কুমার শাহ্, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম। মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছা. লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading